ভারতের আয়তন ৩২ লক্ষ ৮৭ হাজার ২৩২ কিলোমিটার। মোট রাজ্য ২৮টি। তাদের দেশে ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি ফুটবল স্টেডিয়ামও কম নেই। তাইতো মুম্বাই-চেন্নাইয়ের বাইরে জাতীয় দলের খেলা এক একটি প্রদেশ কালেভাদ্রে পেয়ে থাকে। পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শেষ কবে ভারত খেলেছিল, সেটা জানতে পরিসংখ্যান ঘাটতে হবে।
মঙ্গলবার এখানেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচকে সামনে রেখে ভারতে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশ। মাঠে এসে জাতীয় দলের খেলা দেখার প্রত্যাশা করছেন অনেকে। তবে তাদের মধ্যে হয়তো অনেকের প্রত্যাশা পূরণ হবে না। কারণ, বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
রোববার সকাল থেকেই সল্টলেক স্টেডিয়ামে টিকিট বিক্রির বুথের সামনে লম্বা লাইন ছিল। সেই লাইন শেষ হওয়ার আগেই জানানো হয়, বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে! তাই অনেককে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে।
বুথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনে ৬৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ৮৫ হাজার ধারণ ক্ষমতার সল্টলেক স্টেডিয়ামের বাকি টিকিট সৌজন্য ও অন্যান্য খাতে গেছে।