June 19, 2025, 12:43 pm

‘ইসলামকে রাষ্ট্রধর্ম করে এরশাদ ৯০ ভাগ মানুষের মনের আশা পূরণ করেছেন’

Reporter Name
  • Update Time : Monday, December 23, 2019
  • 486 Time View

জাতীয় পাটির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে এরশাদ দেশের নব্বই ভাগ মানুষের মনের আশা পূরণ করেছেন। ইসলামকে রাষ্ট্রধর্ম করে তিনি দেশের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। এরশাদ সংবিধানে যেভাবে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন তা অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ তিনি মসজিদের উন্নয়নে যেমন বরাদ্দ দিয়েছেন, তেমনিভাবে মন্দির, গির্জা ও প্যাগোডাতেও বরাদ্দ দিয়েছেন।

রবিবাররাজধানীরগুলশানেইমানুয়েলসমিলনায়তনেওলামাপার্টিরত্রি-বার্ষিকসম্মেলনেপ্রধানঅতিথিরবক্তব্যেতিনিএসবকথাবলেন।

জিএম কাদের বলেন, নবম সংসদে সংবিধানের অনেক সংশোধন হয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম বিষয়ে কোনো সংশোধনী বা পরিবর্তন আনতে হয়নি।

তিনি বলেন, যারা অন্যায় ও অবিচার করে তারাই ইসলাম ও মুসলিমদের ভয় করে। তাই বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আঘাত আসছে। ওলামা পার্টির আহ্বায়ক ক্বারী হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে সম্মেলনে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category