একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি আগামী ৩০ ডিসেম্বর। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের কথা জানান।
বর্তমান ক্ষমতাসীনরা ওইদিনটিতে (৩০ ডিসেম্বর) বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে অভিযোগ করে রিজভী বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি।
তিনি বলেন, পুলিশের কাছে সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
জানা গেছে, ওই দিন সারা দেশের নেতাকর্মীরা বুকে কালোব্যাজ ধারণ করবে। নয়াপল্টনসহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।