বরিশাল গৌরনদী উপজেলার বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রুপা আক্তার গতকাল শনিবার গভীর রাতে বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত রুপা বাউরগাতী গ্রামের আয়নাল ঘরামীর কন্যা।
খবরপেয়ে পুলিশ আজ রোববার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খাঁন জানান, শনিবার রাত ১২টার দিকে নিহত স্কুল ছাত্রী রুপা আক্তারের সাথে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের কথা কাটাকাটি হয়। এঘটনার সূত্রধরে রাত সাড়ে ১২টার দিকে বিষপান করে রুপা। রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।