নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাওলা হত্যা মামলায় আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যার পর ছিনতাই হওয়া অটো উদ্ধার করা হয়। শনিবার রাতে নরসিংদীর মাধবদী উপজেলার শেখেরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল, জালাল, জয়নাল, বাবু ও ইউনুছ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মাওলার সঙ্গে তাড়াইল এলাকার এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে মাওলার বন্ধু নাছিম ও তার সহযোগীরা গত ১৩ নভেম্বর মাওলাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে।