বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ১১৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরী ও বাকেরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌঁনে ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়ায় পিকআপের টায়ার পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ২ জন নিহত হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, এতে ঘটনাস্থলেই একজন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেক জনের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

অন্যদিকে সকাল ৯টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম (৪৫) নাম্মি নামক এক নারী শ্রমিক নিহত হন। তিনি বিসিক’র বেঙ্গল বিস্কুট কোম্পানী লিমিটেডে কর্মরত এবং নগরীর কাউনিয়া মিরা বাড়ির ভাড়াটিয়া মাহপাবুব হোসেনের স্ত্রী।

এ ঘটনায় পিকআপের হেলপার স্বাধীনকে আটকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার এএসআই মো. আজিম জানান, দুর্ঘটনার পর হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ