নিহত আরিফুল ওই এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার ভোর পৌনে ৫টার দিকে আরিফুল একটি ট্রাক থেকে বালু আনলোড করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতে পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।