শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় রংপুর বিভাগের আট জেলায় প্রতিটিতে অতিরিক্ত পাঁচ হাজার করে মোট ৪০ হাজার কম্বল এবং এক হাজার করে মোট আট হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধায় এই অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে রংপুর ও খুলনা বিভাগে বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে কষ্ট পাচ্ছে মানুষ।
এই পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান কম্বল ও শুকনো খাবারের বিশেষ বরাদ্দ দেয়ার নির্দেশ দেন।