পাইকগাছার রাড়–লী আল-হেরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরশাদ আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাহবুবা উম্মে নুরজাহান।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব ডাঃ জিনাত গুলশান, ডাঃ শামছুর রহমান গাজী, মাস্টার শেখ তফিল উদ্দীন, হাফিজুর রহমান, সরদার কামাল উদ্দীন, অসীম কুমার দাস, ময়েজ উদ্দীন গাজী, এসএম শহীদুল ইসলাম, মাওঃ ক্বারী মনিরুল ইসলাম।
বক্তব্য রাখেন, শিক্ষক ফারুক হুসাইন, সালমা খাতুন, কামাল হোসেন, হাবিবুর রহমান, আবু মুসা, ক্বারী হাবিবুর রহমান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ গাজী আব্দুল্লাহ ও শিক্ষার্থী সুরাইয়া খাতুন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।