শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

উচ্ছেদকৃত জায়গা দখল: অভিযানে আর এন বি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৮ বার পড়া হয়েছে

রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন পাহাড়তলীর আমবাগান এলাকায় উচ্ছেদকৃত জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ায় অভিযান চালিয়েছে রেলওয়ে প্রশাসন। এসময় প্রায় ২০টি বসতি উচ্ছেদ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী কমান্ড্যান্ট ( ট্রেনিং সেন্টার) সত্যজিৎ দাশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক রেজওয়ানুল রহমান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।

রেজওয়ানুল রহমান বলেন, উচ্ছেদকৃত জায়গার ওপর পুনরায় ঘরবাড়ি নির্মাণ করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। যারা বসতি তোলার চেষ্টা করেছিল সেগুলো পুনরায় ভেঙে দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বাংলানিউজকে বলেন, বিজয় দিবসের মাস হওয়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান শিথিল করা হয়। মাসের শেষের দিকে আবারও অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ