July 15, 2025, 7:31 pm

ময়মনসিংহে গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Monday, December 23, 2019
  • 408 Time View

ময়মনসিংহের হালুয়াঘাটে ৫শ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আটকৃকত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের মমিনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রজব আলী উপজেলার ধুরাইল ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে হালুয়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি রজব আলীকে নিজ বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটককৃত মাদক কারবারি রজব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় লোক চক্ষুর আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিল বলেও জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category