বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ২১৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এক অভিযান চালিয়ে ৪৭৯ পিস ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২ । গত শনিবার রাত ১১টায় দিকে জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২ ক্যাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব ১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অটককৃতরা হলেন-নরসিংদী জেলার একই থানার সাহেব প্রতাপ গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোঃ সাইদুর রহমান (৩২), মৌলভী বাজার জেলা ও থানার সমপাশি গ্রামের নুর ইসলাম এর ছেলে মোঃ রুবেল (১৯) এবং কু্ষ্টিয়া থানা ও জেলার চার মাইল গ্রামের মৃত ফয়েজের ছেলে মোঃ দুলাল মিয়া। তাদের কাছ থেকে নিষিদ্ধ ৪৭৯ বোতল ফেনসিডিল, চাবিসহ ১টি কাভার্ড ভ্যান, ৩টি মোবাইলসেট, ৪টি সিম কার্ড, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও গাাড়ির কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ