বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২৩.৭২ শতাংশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

এ বছর ‘খ’ ইউনিটে গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি পাস করেছে। গতবছর ১৪.৮ শতাংশ পাস করলেও এ বছর পাস করেছে ২৩ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী। বাকি ৭৬ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এবার খ ইউনিটে ৪৫ হাজার ১০৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। অনুষদের আসনসংখ্যা ২ হাজার ৩৭৮।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ