শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) বেলা একটায় আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। গত ২১ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবার খ ইউনিটে ৪৫ হাজার ১০৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। অনুষদের আসনসংখ্যা ২ হাজার ৩৭৮।

সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এ বিভাগের আরও সংবাদ